স্বপরিবারে পিকনিক+শিক্ষা সফর ঢাকা টু কক্সবাজার কে কে যাবেন?

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৫৯:৫৮ দুপুর







গত কাল আমার ক্যামেরায় তোলা কক্সবাজারের কয়েকটি ছবি।

এই সপ্তাহের শেষের দিকে আমরা একটি ছোট পিকনিক+শিক্ষা সফরের আয়োজন করতে যাচ্ছি। ঢাকা থেকে রাতের এসি গাড়িতে কক্সবাজার যাওয়া, তারপর দিন কক্সবাজার ও চট্টগ্রামের উল্লেখযোগ্য স্থান পরিদর্শন শেষে রাতের গাড়িতে ঢাকা ফেরা। তিনবেলা খাবার+নাস্তার ব্যবস্থা। চলার পথে থাকবে নানাবিধ সুন্দর বিনোদন।

আপাতত ১৫ থেকে ২০ টি পরিবার এতে অংশ নিতে পারবেন। উদার ও সম চিন্তার ভাইবোনরা চাইলে অংশগ্রহর করতে পারেন।

আমরা যেই মানের পিকনিক+শিক্ষা সফরের আয়োজন করতে যাচ্ছি এমনটি কেউ ব্যক্তিগতভাবে করতে গেলে জনপ্রতি নূন্যতম ৮- থেকে ১০ হাজার টাকা খরচ হবে। তবে আমাদের সাথে যেতে পারবেন জনপ্রতি মাত্র ৫ হাজার টাকায়। সঙ্গে সন্তান থাকলে তাদের জন্য অর্ধেক খরচ।

আগ্রহীগণ যোগাযোগ করতে পারেন:

বিষয়: বিবিধ

২৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File