মুক্তমনা-২

লিখেছেন লিখেছেন নাগরিক ০৩ মে, ২০১৩, ০৮:১৪:২৬ সকাল

মুক্তমনা! খুবই হাস্যকর একটা নাম।কি মনে হচ্ছে? এরমধ্যে হাসির কি হল? তাহলে বলছি,শুনুন।

মুক্তমনা অর্থ কি? যারা মুক্তমনের অধিকারী। তো? মুক্তমন দিয়ে আমরা কি করব? তারা তো মুক্তমনের অধিকারী। মুক্তবুদ্ধির অধিকারী তো নয়। মানুষ কি মন দিয়ে চিন্তা করে নাকি বুদ্ধি দিয়ে? তাদের সবই ঠিক আছে,মন-ও মুক্ত,কেবল বুদ্ধিটা মুক্ত নয়। বরং সম্ভবত তারা সামান্য বুদ্ধি প্রতিবন্ধকতার অধিকারী। কারন "মন" জিনিসটা কী? সেটা কি বাস্তব জগতের কিছু? নাকি ধরা-ছোয়ার বাইরের কিছু? যদি বাস্তব জগতের কিছু হয় বলে তারা দাবি করেন তবে তো তারা পুরাই বুদ্ধি প্রতিবন্ধি। তবে আমি জানি আল্লাহ তাদের যতটুকু বুদ্ধি দিয়েছেন তাতে এতটা অমূলক কথা তারা বলবে না। আর বাস্তব জগতের বাইরের হলে, -আপনারা না বাস্তব জগতের বাইরের কিছুকে স্বীকার করেন না?! নাকি মনে মনে স্বীকার করে বাইরে ভাব ধরেন?নাকি ধরা-ছোয়ার বাইরের মনকে স্বীকার করেন কিন্তু আল্লাহকে স্বীকার করেন না? তাহলে DISCRIMINATION-এর ব্যপারে এত প্রতিবাদ গেল কোথায়? আর যদি "মন" বলে কিছু স্বীকার না-ই করেন তাহলে আপনারা নিজেরাই নিজেদেরকে এমন একটা নাম দিয়েছেন যেটা আপনারা নিজেরাই স্বীকার করেন না। GOOD. আসলে মনের অজান্তে আপনারা বার বার-ই সত্যকে স্বীকার করে ভুল(!) করবেন। কারন আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন "যখন সত্য আসিয়া মিথ্যার সামনে দাড়ায় তখন মিথ্যা ধ্বংস হয়।কারন মিথ্যা তো ধ্বংস হওয়ার জন্যই।"[বনি ইসরাঈল:৮১]।

বিষয়: বিবিধ

১১৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File