মডেল হচ্ছেন বিএনপি-জামাতের নেতা-কর্মীরা!!
লিখেছেন লিখেছেন আরিয়ান খান ২৫ এপ্রিল, ২০১৩, ০৬:২৫:২০ সন্ধ্যা
``হরতালকারীদের নাড়াচাড়ায় ‘রানা প্লাজা’ ধসে পড়তে পারে`` স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর বিএনপি-জামাতের নেতা-কর্মীদেরকে বিভিন্ন কোম্পানি তাদের পন্যের বিজ্ঞাপনের মডেল হিসেবে নেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে ধর্লিক্স, টানো, স্পিট(হেপ্পি এনার্জি), ভয়াল টাইকার এনার্জি ড্রিঙ্কস ও এনার্জি ক্লাস বিস্কুট। আজ সকালে সাভারে এর দু`একটির শুটিংও সম্পন্ন হয়। ধর্লিক্স এর বিজ্ঞাপনে শিবির কর্মী মোকলেস তার এই অসম্ভব শক্তির জন্য ছোটবেলা থেকেই নিয়মিত ধর্লিক্স খাওয়ার কথা জানান। স্পিটের বিজ্ঞাপনে বিএনপি কর্মী শুকুরকে বলতে দেখা যাবে -` ঘটনার ঠিক দুই মিনিট আগে আমি একটি স্পিট খাই, তারপর ভবনটির গায়ে হেলান দিয়ে দাড়াতেই সেটি ভেঙ্গে পড়ে`। ভয়াল টাইকার এনার্জি ড্রিঙ্কস এর বিজ্ঞাপনে জামাত নেতা আক্কাস আলীকে দেখা যাবে, টাইকার খেয়ে একটি বহুতল ভবনের কাছে গিয়ে হাঁচি দিতেই সেটি হুড়মুড় করে ভেঙ্গে পড়ে। এনার্জি ক্লাস বিস্কুটের বিজ্ঞাপনে ছাত্রদল কর্মী হেকমত বলবে তার এই শক্তির গোপন রহস্য হল এনার্জি ক্লাস বিস্কুট। খুব শিগগিরই এসব বিজ্ঞাপন বেটিএন বাংলা, বাইশে টিভি, চ্যানেল নাই সহ জনপ্রিয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হবে বলে জানা যায়।
বিঃদ্রঃ উপরের রিপোর্টটি একটি কাল্পনিক রিপোর্ট। তবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা সত্যি হয়ে থাকলে ভবিষ্যতে এমন কিছু ঘটতেও পারে। আবার তাদেরকে রেসলিং এও পাঠানো যেতে পারে, আমি নিশ্চিত যে তাদেরকে সেখানে পাঠালে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দীতা করার মত কাউকে খুঁজে পাওয়া যাবে না। আফটার অল একটি ভবন ধাক্কা দিয়ে ফেলে দেয়া তো সহজ কথা নয়।
বিষয়: বিবিধ
২২৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন