ভাবার সময় এখনই ... এত চোখের জল আমাদের কাঁদায় তাদের কাঁদায় না ??

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ২৫ এপ্রিল, ২০১৩, ০৬:৫৬:৩৪ সন্ধ্যা



আজ আমি আর আমার এক ভাই দুপুরের খাবার খাওয়ার জন্য ইরানের আমাদের বিশ্ববিদ্যালয়ের দিকে হেঁটে যাচ্ছিলাম ।

রাস্তার পাশেই দেখলাম একটি তিন তলা বিল্ডিং বানানো হচ্ছে । তার পাশেই উপরের গাড়িটা চোখে পড়লো ।

গাড়িটা কোন ধংসস্তুপ থেকে মানুষকে উদ্ধারের জন্য নয় । মাত্র তিন তলা বিল্ডিং বানানোর জন্য ।

গাড়িটা দেখে ভাবলাম ''হায়রে আমার বাংলাদেশ'' সাভারে ৮ তলা ভবন ধসে মানুষদের যদি উদ্ধার কাজে এত সময় লাগে।

তাহলে আল্লাহ না করুক ঢাকা শহরে যদি বড় ধরণের কোন ভূমিকম্প হয় তবে ঢাকাকে আগের রুপে ফিরিয়ে আনতে কত বছর সময় লাগবে ??

তা নিয়ে কারো মাথা ব্যাথা নেই ।

আমারা স্বাধীনতার ৪৩ বছর পেরিয়েছি অনেক সরকারই গেছে কেউ এরকম বা এর চেয়েও বড় উদ্ধার কাজে লাগানোর জন্য কোন সরঞ্জাম কেনার উদ্যোগ নিয়েছেন কি ?

উত্তরে আশাকরি সবাই বলবেন , না , না, না



কিছুদিন আগে আমাদের সরকার, বিরোধী দল দমনে অনেক বিস্ফোরক , টেয়ারশেল , রবার বুলেট , সাউন্ড গ্রেনেড ইত্যাদি কিনেছেন ।

কেন তারা সে টাকা গুলো দিয়ে এ সব ঘটনায় মানুষ উদ্ধারের জন্য কিছু সরঞ্জাম কিনতে পারতেন না ।

তারা পারতেন ,

কিন্তু তারাতো শুধু তাদের নিজেদের জীবন নিয়ে ভাবেন , জনগণের জীবনের মুল্য তখনই যখন নির্বাচনের সময় আসে ।

আর আমাদের অবুঝ জনগনকে নির্বাচনের সময় কিছু টাকা দিলেই তারা অতীতের সব কুকর্ম ভুলে গিয়ে সেই আগের মার্কায় নিজের মতামত ব্যাক্ত করেন ।

আমি মনে করি, যদি হাজার হাজার টাকা অন্য খাতে ব্যায় না করে যদি এ সব দুর্ঘটনার মানুষদের উদ্ধারের জন্য কিছু সরঞ্জাম কেনা হতো তবে অনেক শিশু তার বাবা অথবা মা অথবা ভাই, বোনদের ফিরে পেত।

আল্লাহ বাংলাদেশের মানুষদের রক্ষা করুন । আমিন ।

বিষয়: বিবিধ

১৭০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File