প্রতারণা

লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ২৯ মে, ২০১৩, ০৫:০৪:৩২ বিকাল

প্রতারণার নাম আছে, আছে ঠিকানা

ক্ষেত্রবিশেষে গোরস্তান ও আছে, কিন্তু

কেয়ামত পুলসেরাত ?

এখন আর তার নেই সে সময় ।

প্রতারণার পুত্র কণ্যা জায়া ও কায়া আছে

বিপাকে ওরা মায়াকান্নায় বাঁচে

আছে তার ঘর গেরস্থালী তেকাঠ চেৌকাঠ

খেলবার তরে আছে তার বিরাট মাঠ

আছে বিচরণের পথ ঘাট

কিন্তু শ্মশাণ ?

হেথা নেই তার পরিচয় ।

প্রতারণার শাখা প্রশাখা শেকড় মুকুল

শিরা উপশিরা সবি আছে, চেতাও আছে

কিন্তু সে চেতার জাগরণ নেই, জাগানোর

চেষ্টা ও নেই. বৈপরীতে আছে

বেঁচে থাকবার বিশ্রী রকম প্রচেষ্টা ।

প্রতারণার আছে রং

আছে স্বপ্ন দ্রষ্টা

আছে তার নব্য সৃজন স্রষ্টা

শুধুমাত্র গোরস্তান কিংবা শ্মশাণ নেই

তারপরেও গোরস্তান আর শ্মশাণেরাও

প্রতারিত হয় প্রতারণার কাছে

কালের স্বাক্ষীরা লজ্জায় মরে বাচেঁ ।

বিষয়: বিবিধ

১২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File