হে বাংলাদেশ,
লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ০৭ নভেম্বর, ২০১৩, ০২:৫৮:৫২ দুপুর
হে বাংলাদেশ
হে বাংলাদেশ, তেতাল্লিশ বছর পরে ও তুমি অসমাপ্ত
তোমার অস্থিত্ব অক্ষুন্নে মীরজাফররেরা পরিব্যপ্ত
তারপরেও বলি,আছে কী তোমার সমাপ্ত ?
হে বাংলাদেশ,আমরা যারা ছেঁড়া মানুষ আছি
জীবন দিয়ে তোমারে মোরা জীবনের চেয়েও ভালোবাসি
তোমার কালোতে কেদে উঠি প্রাণাধিক তেজে জ্বলে জেগে
তোমার আলোতে প্রাণ খুলে হাসি ।
তুমি আমার জন্মভূমি
তুমি আমার মাতৃভূমি
তুমি আমার মায়ের ভূমি
তুমি আমার মা
আমরা গরীবেরা তোমার সত্যিকারের ছা
মা কী ভুলতে পারে তার বাছা ?
হে বাংলাদেশ,চরম দুখে বুকে শান্ত্বনা না পাই
ঘুম জেগে দেখি অবাঞ্চিতরা ক্ষমতায়-------------
-------------
বিষয়: রাজনীতি
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন