ঘুমাও তবে, ঘুমাও মুসলমান।
লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ২৮ এপ্রিল, ২০১৪, ১২:৪৩:১৬ দুপুর
ঘুমাও মুসলমান,ঘুমাও।
কুরআন, হাদিছ ফেলে
প্রগতিশীলতার পুঁথি গলে তুলে
নারী আর মদের প্রাগৈতিহাসিকতার সাম্পানে ঘুমাও।
দেখ কাশ্মির জ্বলে, জ্বলে রিয়াংগুন;
দেখ নদী নালা খাল বিল পথ প্রান্তরে মরে পড়ে আছে
নিত্যকার তাজা ক্ষুন।
দেখ টাটকা জীবন পোড়ায় পুরোনো সে আগুন,
সে সেন্ট্রাল রিপাবলিকের কাঁচা বাশে ঘুন।
আর তুমি -ভাই,ভগ্নি,ভ্রাতা,পিতা,মাতা !
নাকে তেল দিয়ে ঘুমাও ?
ঘুমাও তবে ঘুমাও মুসলমান।
তুমি স্বাধীন! কিসে ?
তুমি অধীন ! কিসে ?
তোমার এ পরিতৃপ্ততার বিষে
জ্বলে আগুন,জ্বলে দ্বিগুন,জ্বলে ত্রিগুন।
তুমি জেগে থাক ঘুমিয়ে শতগুন ?
তবে ঘুমাও মুসলমান,ঘুমাও।
দুধ ডিম বেঁচে মাল মসলা মরিচ কিনে
কোমল পরশে মদের সোহাগে কাঁচা পাকা মংশ খেতে চাও,খাও;
খেয়ে- সরিষা ঢেলে নাকে,ঘুমাও।
তবে সাবধান-বেশি গুনগান
না যেন কাড়ে সে তোমারি প্রান;
হে মুসলমান।
বিষয়: রাজনীতি
১২৪৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন