জীবন কাব্য-০৫ জীবন ? আহ্-হা রে!

লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৩:৫৩:৪৪ দুপুর



জজ্ঞালের স্তুপের জটাজুটে মুখ থুবড়ে পড়ে থাকে-

জীবন ? রাজপথে – গাছপথে – ধুলোপথে – ফুটপথে

কুকুরের সাথে সহবাসে গুটিসুটি মেরে পড়ে থাকে,-জীবন !

বস্তিতে – পস্তাতে – সস্তাতে – পথে পথে

লাথি গুতো খেয়ে – খেয়ে বেড়ে উঠে, সে ও কী জীবন ?

আনাচে – কানাচে – ওলিতে – গলিতে – পথে – প্রান্তরে

দুয়ারে-দুয়ারে হাত পেতে – পেতে

খেঁয়ে বা না খেয়ে বেঁচে থাকে, তা ও কী জীবন ?

অফিসে – আদালতে – আলিসায় – দশায় –বাসায় – খাসায়

রংমহলের রংতামাসার বিশ্রী বিলাসীতায় হেসে খেলে

বেঁচে থেকে বেড়ে উঠে, সেটা ও জীবন।

ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে-

অগ্নিগর্ভ শ্লোগানে – শ্লোগানে মিছিলে – মিছিলে

বুলেট বোমায় লুটিয়ে পড়ে,অথবা রক্ত ঢেলে রাজপথে

ঘুমিয়ে পড়ে চিরতরে,তা ও জীবন !

মিথ্যে মাথায় নিয়ে হাসি মুখে অথবা অশ্রুজলে

শিরদাড়া খাড়া করে বুক ফুলিয়ে

ঝুলে পড়ে ফাসির দড়িতে, সে ও জীবন।

শঠতা ভণ্ডামি জোচ্চুরি জবরদস্তিতে

এক জীবনকে ঠকিয়ে আর একটি জীবন হাসে,

-তা ও জীবন ! যে ফুল ফুটিতে না ফুটিতেই

স্থান পায় নর্দামার আবর্জনায়, মরে পচেঁ

ফুলে গলে খসে ধ্বসে যায়, কুকুরে শেয়ালে শকুনে

ছিড়ে খুবলে কামড়ে খায়, মৃত্তিকার হতভাগা

মাটি ও না পায়, আহ্-হা! তা কী জীবন ?

অপমানে আঘাতে ব্যাঘাতে প্রত্যাখাতে

কখনো কখনোবা কাচেঁর মত টুকরো টুকরো হয়ে

ছড়িয়ে ছিটিয়ে পড়ে, অথবা কখনো বা পরাজয়ের গ্লানিতে

আত্মহননের অন্ধকারে চিরতরে আড়াল করে নিজেকে;

হ্যাঁ, সেটা ও তো জীবন।আমৃত্যু শ্রাবণ মুষলধারায়

লোনা কাদা মাটি জলে ভিজে ভিজে

আরম্ভ থেকে অনাদিকাল ধরে জেগে থাকে;

তা ও জীবন।আমরন হাসিতে আড়াল করে ক্ষত বিক্ষত,

সবার সাথে সহাস্যে যুগপথে চলে, সেটা ও জীবন।

শ্বাস অবধি বিয়োগের যোগে বিশৃংখলে শৃঙ্খলিত, সে ও জীবন।

বিষয়: সাহিত্য

১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File