শরীর ব্যবসায়ী ।
লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ৩১ আগস্ট, ২০১৪, ০২:১৩:৪৩ দুপুর
মিনিট ঘন্টা দিন বা রাতের চুক্তিতে
ক্রেতাদের জৈবিক চাহিদায় মেটাতে
অর্থ আর শরীরী শক্তিতে
শ্রদ্ধা ভক্তিতে কিম্বা অভক্তিতে
ব্যবসা করে
জীবনের সকাল দুপুর বিকালে
সকালের ভীড় সামলে
দুপুরে পড়ে হামলে
বিকেলে কাদা মাটি জলে
ঘরে ফেরে সন্ধার অতলে।
ওদের কেউরা ব্যবসা করে জৈবিক প্রয়োজনে
তার সংখ্যা হয়তবা নিতান্তই নগণ্য। আর বাকীরা করে-
জঠরের প্রয়োজনে, কিম্বা দ্রূত উন্নতির প্রয়োজনে,
কিম্বা জীবনের প্রয়োজনে।
ওদের এ ব্যবসার আপিস
গাছতলা থেকে উঁচু তলা ।
কেউরা ব্যবসায়ী তিন বেলা
কেউবা এক বেলা
কেউবা বসন্তের ভেলায় ভাসায় ভেলা।
আার সব ব্যবসার মত এখানেও আছে
জোয়ার – ভাঁটা, আছে
মৌসুমী মাস্তান প্রশাসনের উৎপাত উৎকোচ।
বিষয়: সাহিত্য
১৩৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সাথে সমাজের উঁচু লেভেলের সাথেও ভাল খাতির থাকে ।
মন্তব্য করতে লগইন করুন