ন্রীজিব সময়

লিখেছেন লিখেছেন যাযাবর চিল ২৯ মে, ২০১৩, ০৫:০৯:১১ বিকাল

এখন আর স্বপ্ন দেখতে ইচ্ছা করে না

গান লিখতে ইচ্ছা করে না

ইচ্ছা করে না তোমাকে কাছে পেতে

দিন গুলো কেমন ধুসর হয়ে যাচ্ছে

ক্যাকটাস এর ফ্যাকাশ ডাল টা অথবা ফুলদানির টিউলিপ টার মতো

যার জীবন প্রদীপ আগেই নিভে গেছে

কেটে যাচ্ছে একঘেয়ে কৈশর

কোন আশা নেই, আনন্দ নেই ; ছিলনা কখনো

জীবন এখন আট্লানটিক এর হিম শীতল জলের মতো

শুধু হিমবাহ হয়ে যাওয়ার অপেক্ষা

বিষয়: সাহিত্য

১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File