২২ শে শ্রাবণ
লিখেছেন লিখেছেন যাযাবর চিল ০৭ আগস্ট, ২০১৩, ১২:০৭:৫৮ রাত
আজ ২২ শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর সাহেবের ৭২তম মৃত্যুবার্ষিকী।তাকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা লাব লাব.. জানিয়ে অনেক পেজ, ফেসবুকার, বল্গার পোস্ট দিচ্ছেন।একটি কঠিন সত্য বলি।এই ভদ্রলোকের প্রতি আমার শ্রদ্ধা ,কৃতজ্ঞতা বা ভালোবাসা কিছুই নেই।হতে পারে তিনি বাংলা সাহিত্যের সেরা সাহিত্যক।
এই ভদ্রলোক আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিস্ঠার বিরোধী ছিলেন এবং বিরোধী ছিলেন বঙ্গভঙ্গ এর ও।তিনি আমাদের (বাংলাদেশী) চাষা, মূখ্র বলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেন না হয় এজন্য ইংরেজদের স্মারকলিপি দেন। তিনি ছিলেন জমিদার প্রথার পক্ষে।তাকে শ্রদ্ধা করা মানে বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কে অশ্রদ্ধা করা। তাই আমি তাকে শ্রদ্ধা করি না।
বিষয়: রাজনীতি
১৪৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন