সরকার না আমরা আত্মহননের দিকে যাচ্ছি ?
লিখেছেন লিখেছেন সত্যের জন্য মরতে পারি ১৮ এপ্রিল, ২০১৩, ০৫:০৭:৪১ বিকাল
১) সেনাবাহিনীকে এত ভয় পাবার কারণ কি তাদের গোণ্ডামি-দুর্নীতি-লাশের মিছিলের বৈধতার শঙ্কা ?
২) সরকার তত্বাবধায়ক চায় না কি ক্ষমতা হারানোর ভয়ে, না আমরা চাই না ?
৩) বিডিয়ার বিদ্রোহ-আবুল-কালো বিড়াল চোরঞ্জিত-গুম-ক্ষুন-পাখির মতো মানুষ হত্যা যা স্বৈরাচারি এরশাদ বা পাকদেরকেও হার মানায়—এসবের বিচারের কাঠগড়ায় দাড়ানোর ভয় কি সরকারকে রাতের ঘুম হারাম করেছে ?যদি তাই করে থাকে তাহলে আমাদের মতো সাধারন পাবলিকদের কপালো আরো ভোগা্ন্তি আছে-তাই নয় কি ?
৪) স্বাধীনতার পরে সরকার-ই এই প্রথম হরতাল এবং তা-ও রাতের হরতাল ডেকে কি এখনো বুঝতে পারেনি যে জনগণ আসলে তাকে আর চায় কি না ?
৫) কিছু তথাকথিত সংস্থা মখার পুলিশের মতো তারাও আঙ্গুল চুসছে কারন তারা দেখতাছে না এত মানুষ হত্যা-বিচার বহিভুর্ত ক্রসফায়ার-গুম-ক্ষুণ-লাশের আর অস্ত্রের মিছিল-একচোখা বিচার-বাকশালী গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি দেখে কেউ ভয়ে আজ টু অবধি করে না,কারন আমদের অতীত তো পরাধীনতার গোলামীকে বৈধতা দিয়ে নিজেরা বিধবা থাকা আর এজন্য আজো মোরা অতীতের মতো বাকশালী পাক গণতন্ত্রের আশাবাদি –তাই আসুন হগ্গলে মিল্লাই কই-জয় বাঙ্লা।
বিষয়: বিবিধ
৯৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন