কালের ঢাক বাজিবে চিরকাল
লিখেছেন লিখেছেন আমরা করবো জয় ১৮ এপ্রিল, ২০১৩, ০৪:৪৯:৪৪ বিকাল
কালের ঢাক বাজিতেছে ঐ
শুনিতে কি পাও তুমি?
ঢাকের তালে তালে সময় চলিতেছে
আসবেনা আর তা ফিরি।
কতো কাল চলিয়া গিয়াছে অকারণের কালো স্রোতে,
কতো বর্তমান হইয়াছে অতীত নিজের অজান্তে।
করিয়াছো খেলা ধরণীতে আসিয়া,
হইয়াছ অবুজ এই বিশ্ব দেখিয়া।
দেখনাই চক্ষু মেলীয়া কি আছে এই বিশ্বে লোকাইয়া।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন