"কালের ঢাক" মোঃ সাদ্দাম হোসাইন ...........................................................................
লিখেছেন লিখেছেন আমরা করবো জয় ২০ এপ্রিল, ২০১৩, ০৩:১৫:৩৫ দুপুর
কালের ঢাক বাঝিতেছে ঐ
শুনিতে কি পাও তুমি?
ঢাকের তালে তালে সময় চলিতেছে,
আসবেনা আর তা ফিরি।
কত কাল চলিয়া গিয়াছে অকারনের কালো স্রোতে,
কত বর্তমান হইয়াছে অতিত নিজের অজান্তে।
করিয়াছ খেলা ধরণিতে আসিয়া,
হইয়াছ অভুজ এই বিশ্ব ধেখিয়া।
দেখোনি চোক মেলিয়া কি আছে,
এই বিশ্বে লকাইয়া।
উড়ায়েছো কি ছাই রত্নের আশায়,
ভুবনের কোন জায়গায়।
আরে, রবি যদি হয় বিশ্ব কবি,
তুমি কেন হবেনা ক্ষুদ্র কবি?
লিখিতে কি চাওনা তোমার নাম খানি,
এই বিশ্ব মহাকালের পাতাটা জুরী।
জানি, চাইবেনা বুজিতে কবিতা খানি,
রাখিবে আমায় অবাজ্ঞার নিম্ন সারি।
তাপরও বলিব আমি কাটাইয়োনা বেলা অবহেলায় তুমি।
বিষয়: বিবিধ
১১৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন