নারী তুমি

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৮ এপ্রিল, ২০১৩, ০৪:৪৯:১৪ বিকাল

নারী,তুমি কি পণ্যতেই খুঁজো মুক্তির সাদ?

না কি, সম্ভ্রম ধরে রেখে চাও চলবে আজাদ,

না কি, মুক্তি চাও উলঙ্গতায় হই খাদ্য শকুন

নিক্ষেপের বস্তু তুমি নহে, তোমার বহু গুন,

তুমি কারো মা, বোন, কিংবা বিশ্বাসের পাহাড়

কেউ কি চাই? আপনেরা হোক শকুনের আহার।

বিষয়: সাহিত্য

১০৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File