গাঁয় গরু দিয়ে হাল চাষ হয়না

লিখেছেন লিখেছেন নাইমুল হক ১১ এপ্রিল, ২০১৩, ০৬:৩৮:০৫ সন্ধ্যা

এই জন্যেই বলে গাঁয় গরু দিয়ে হাল চাষ হয়না,মহিলাদের আর পুরুষদের কর্ম ক্ষেত্র ভিন্ন,মহিলারা ভাল করে বুঝে কিভাবে সংসারের যাবতীয় বিষয়ে উন্নতি করা যায়,এ ব্যপারে তারাই বেশী যোগ্যতা রাখে,আর বাহিরের যাবতীয় ব্যপারে পুরুষরাই যোগ্য তবে এব্যাপারে একে অপরের সাথে পাল্লা দেওয়া বা নিজের অবস্থানকে খাট করে দেখার কোন কারণ নেই কেননা উভয়টায় গুরুত্বপূর্ণ এবং সম্মান জনক ক্ষেত্র।সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুরুষরাই যোগ্য নারীর রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই,আমার কথা শুনে যাদের রাগ হচ্ছে তাদের বলছি আবেগ কন্ট্রোল করে বাস্তবতাই আসুন,বাংলাদেশের শাসকদেরকে লক্ষ করুন বিশেষ করে বর্তমান সরকারকে,তার নিজস্ব কোন বুদ্ধি নেই বরাবরই সে অন্যের বুদ্ধিতে দেশ পরিচালনা করে যার ফলে একদিক সামাল দিতে গেলে অন্যদিক আউট হয়ে যায়,কোন মুহূর্তে কোন ডিসিশন পারফেক্ট সেটা বুঝার ক্ষমতা উনার নাই ফলে অন্যের সাহায্য নেয় আর পরামর্শদাতা সুযোগ বুঝে নিজের চেতনার পক্ষে পরামর্শ দেন,সরকার নিজের ভাল মন্দও বোঝেনা,মাহমুদুর রহমানকে গ্রেফতার করা যে কত বড় বোকামি হল সেটা সময় হলেই বুঝতে পারবে,এ ছাড়াও সম্প্রতি যতগুলো সিদ্ধান্ত নিয়েছে সবগুলো রাষ্ট্রের স্বার্থ বিরোধী এবং গডফাদারদের জন্য উপযোগী।ছোট কাপড় দিয়ে মাথা ঢাকতে গেলে নিচ থেকে আলগা হয়ে যায় আর নিচ থেকে ঢাকতে গেলে মাথা আলগা হয়ে যায়,সরকারের হয়েছে সেই অবস্থা,নাস্তিকের বাচ্চারা সরকারকে কু পরামর্শ দিয়ে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে,অপেক্ষা করেন মহিলা কেন্দ্রিক শাসক নির্বাচন করার কুফল খুব শীঘ্রই হাড়ে হাড়ে টের পাবেন।

***নাঈমুল হক***

বিষয়: রাজনীতি

৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File