হেফজতে ইসলাম কি পারবে?

লিখেছেন লিখেছেন নব ধুমকেতু ১১ এপ্রিল, ২০১৩, ০৬:৪১:৩০ সন্ধ্যা

ইশ! একটা বড় সুযোগ নষ্ট হলো। ইসলামী বিপ্লবের তাড়নায় তৌহিদী জনতা ৬ এপ্রিল হরতালের মধ্য দিয়েও ঢাকা গিয়েছিল। কিন্তু আল্লামা শফী তড়িঘড়ি করে লং মার্চ শেষ করে দিলেন। সেদিন যদি তিনি সকল ত্যাগ তিতীক্ষার বিনিময়ে হলেও জালিম সরকারের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করতেন তাহলে আজ এই সরকার এতটুকু সাহস দেখাতে পারত না। আমাদের চেতনা উসকে দিয়ে হঠাত্‍ করে তা নিভিয়ে ফেলার দায়ভার হেফাজতের উপরেও পড়ে। যে কলম সৈনিক মাহমুদুর রহমান নাস্তিকদের বিরুদ্ধে লেখালেখির কারণে আজ কারাগারে এবং ১৩ দিনের রিমান্ডে আজ তার মুক্তির জন্য হেফাজত কি করতে পারবে? হেফাজতের আন্দোলনকে এ পর্যন্ত পৌছাতে মাহমুদুর রহমানের পত্রিকার ভূমিকা অপরিসীম। হেফাজত লং মার্চের সময় বলেছিল মাহমুদুর রহমানকে গ্রেফতার করে ২৪ ঘন্টাও আটকে রাখতে পারবে না। এখন দেখা যাক তারা কি করতে পারে? হেফাজত কি কথা রাখতে পারবে? আজ ইসলামী আন্দোলন হুমকির মুখে। যদি আজ ইসলামী আন্দোলনের কোন ক্ষতি হয় তবে নেতৃত্বের দুর্বলতার জন্য হেফাজতকে এর দায়ভার নিতে হবে। জাতি আজ কঠিন সংকটে। চরম নির্যাতন থেকে জাতিকে মুক্ত করতে আজ ইসলামী নেতৃত্বকে এগিয়ে আসতে হবে। দেখা যাক হেফাজত এই দায়িত্ব নিতে পারে কি না?

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File