অর্থহীন কথা
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ০৭ নভেম্বর, ২০১৫, ০৬:১০:৩০ সন্ধ্যা
মানুষ যদি অর্থহীন কথা বার্তা না বলিয়া আল্লাহ পাকের তাসবিহ-তাহলিল-যিকির আজগার এ লিপ্ত থাকে, তবে অবশ্যই তাহার জন্য অধিক উপকারী ও লাভজনক হইবে । যেই বাক্তি মণিমুক্তা লাভ করিতে সক্ষম, সেই বাক্তি যদি ইট পাথর ও কঙ্কর সংগ্রহ করতে প্রবৃত্ত হয়। তবে তাহা তার জন্য দুর্ভাগ্য ও বোকামিই বলতে হবে।
অর্থাৎ বৈধ ও মোবাহ কথা বলা যদিও গোনাহ নহে কিন্তু সেই সময় টুকু যদি আল্লাহ পাকের জিকির করা হইত, তবে সেই বাক্তি বিপুল পরিমান সওয়াবের অধিকারী হইত,
এই সওয়াব হতে বঞ্চিত হওয়া কম ক্ষতিকর নহে ।
রাসুল (সাঃ) ইরশাদ করেছেন ,
"মুমিনের নিরবতা হল ফিকির,তাহার দৃষ্টি হল ইবাদাত, তাহার কথা হল আল্লাহর যিকির।"
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন