নিষিদ্ধ নাম
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ০২ নভেম্বর, ২০১৫, ০৭:০৬:০০ সন্ধ্যা
নতুন বছরে অনেক নতুন মুখ পৃথিবীতে এসেছে। বছরের প্রথম দিনে বাবা-মার কোল আলো করে এসেছে ফুটফুটে শিশু। চারিদিকে খুশির জোয়ার। চলছে নাম রাখার তোড়জোড়। এরইমধ্যে হয়ত কারও মুখে বিষাদের ছাঁয়া সন্তানের জন্য পছন্দের নামটি রাখতে না পারার কষ্টে। কথায় বলে 'একদেশের বুলি, আরেক দেশের গালি'। তেমনই বেশকিছু নাম রয়েছে যা ভৌগলিক সীমানাভেদে ভিন্ন অর্থ বহন করে। আর তাই চাইলেই কেউ সন্তানের জন্য যে কোন নাম পছন্দ করতে পারেন না। কিছু নামের প্রতি তো দেশভেদে ঘোর নিষেধাজ্ঞাই রয়েছে। নিচে তেমনই কিছু নাম দেওয়া হলো:
টম: পর্তুগালে টম নামটি রাখা নিষিদ্ধ
এলিয়েন: সৌদি আরবে এই নামটি রাখা নিষিদ্ধ
ফেসবুক: মেক্সিকোতে কারো নাম ফেসবুক রাখা নিষিদ্ধ
আ্যট (@): চীনে কিন্তু কম্পিউটারে ব্যবহৃত এই চিহৃ অনুযায়ী নাম রাখা নিষিদ্ধ
রোবোকপ: দারুন জনপ্রিয় একটি ছবির নাম ছিল রোবোকপ, কিন্তু মেক্সিকোতে এই নাম রাখা নিষিদ্ধ
ট্রাফিক: এই নামটিও রাখা যায় না মেক্সিকোর স্বায়ত্বশাসিত প্রদেশ সোনোরোতে
লিন্ডা: সৌদি আরবে এই নাম নিষিদ্ধ
এলিস: এই নামটিও সৌদি আরবে নিষিদ্ধ
এডলফ হিটলার: যুক্তরাষ্ট্রে এই নাম নিষিদ্ধ
লেডি ডাই: এই নামটি রাখা যায় না মোক্সিকোতে
মেটালিকা: সুইডেনে রাখা যায় না এই নামটি
স্যারকামসেশন: এই নামটিও মেক্সিকোতে নিষিদ্ধ
জেমস বন্ড: অ্যাকশন হিরো জেমস বন্ডের নামটি মেক্সিকোর স্বায়ত্বসাশিত প্রদেশ সোনোরোতে নিষিদ্ধ
সেক্স ফ্রুট: এই নাম রাখা নিষিদ্ধ নিউজিল্যান্ডে
টার্মিনেটর: বিখ্যাত ছবির নামের এই নামটিও রাখা যায় না মেক্সিকোর স্বায়ত্বসাশিত প্রদেশ সোনোরোতে
কিম জং উন: উত্তর কোরিয়ার শাসক কিম জং উন তার দেশে এই নাম রাখায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এতে নাকি তার সম্মান ক্ষুন্ন হয়।
Click this link
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন