আমার মর্যাদা কি তোমাদের ভাইয়ের সমানও নয় ?
লিখেছেন লিখেছেন জাইদী রেজা ২৪ আগস্ট, ২০১৫, ১১:১৪:০১ সকাল
মহান রব্বুল আলামিন, আল্লাহ বলেন,
" হে আমার বান্দারা, তোমাদের লজ্জা নেই; পথে চলা অবস্থায় যদি কারও চিঠি তোমাদের হাতে আসে, তোমরা পথের পাশে চলে যাও এবং চিঠির এক একটি শব্দ পাঠ কর । তার কোন মর্ম ছাড় না । অথচ আমি তোমাদের প্রতি আমার কিতাব নাযিল করেছি । এতে এক একটি বিষয় একাধিক বার পুঙ্খানুপুঙ্খরূপে ব্যাখ্যা করেছি, যাতে তোমরা তার-দৈর্ঘ্য প্রস্থ হৃদয়ঙ্গম কর ; কিন্তু তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নাও ।
আমি তোমাদের কাছে পত্র দাতার চেয়েও অধম হয়ে গেলাম ?
তার পত্র মনোযোগ সহকারে পাঠ কর আর আমার কিতাবের প্রতি উপেক্ষা প্রদর্শন কর ? তোমাদের কোন ভাই মাঝখানে কথা বললে থামিয়ে দাও । আমিও তোমাদের প্রতি অভিনিবেশ করি - তোমাদের সাথে কথা বলি; কিন্তু তোমরা মনে প্রানে আমার দিক থেকে বিমুখ থাক । আমার মর্যাদা কি তোমাদের ভাইয়ের সমানও নয় ?
সুত্রঃ তাওরাত কিতাব।
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন