নষ্ট যন্ত্রণা

লিখেছেন লিখেছেন জাইদী রেজা ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৩৩:৫০ দুপুর

একা একা নিরালায়

শকুনিরা ঠোকরাই

হস্ত-দণ্ড প্রচণ্ড কাতরায়,

কিছু একটা করতে তো হবেই।

ক্ষমতার দাপট

পরীবানুর মিষ্টি কপট

ইঙ্গ-মার্কিন-লম্পট,

কিছু একটা করতে তো হবেই।

মানবেরা কোথায়

মানবীরা কোথায়

পদদ্বয় দো-তায়,

কিছু একটা করতে তো হবেই।

প্রচণ্ড ঝাকুনি

আর্তনাদ কাপুনী

অ-মানবিক হা-পুনী,

কিছু একটা করতে তো হবেই।

ষড়রিপু হাতড়ায়

সু- বৃত্তিগুলো যন্ত্রণায়

কোথা যায় কোথা যায়,

কিছু একটা করতে তো হবেই।

জাইদী রেজা

ই-মেল -

বিষয়: সাহিত্য

৯৫১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304447
১৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : করতেই যদি হয় তাহলে আর দেরি কেনো চলুন নেমে পড়ি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File