মুনাজাত

লিখেছেন লিখেছেন জাইদী রেজা ১৭ এপ্রিল, ২০১৩, ১২:২৩:০৫ দুপুর

অশ্রু সজল মাতৃ মুখ

নতশির প্রিয় পুত্রের।

মাগো,

দোয়া কর

পাক হায়েনাদের হিংস্র-থাবা থেকে

প্রিয় এ মাতৃভূমি মুক্ত করেই তোমার কোলে ফিরে আসব।

শত-সহস্র মীরজাফর, ঘসেটি বেগম, উমিচাঁদ, রায়দুর্লভ,জগতশেঠ,

তোমার এ প্রিয় দেশটাকে করছে রক্তাক্ত, ক্লেদাত্ত, ক্ষতবিক্ষত।

মাগো,

দোয়া কর,

শিরোপরি রাখি হাত

মা করেন মুনাজাত,

হে রাব্বুল আলামিন

প্রিয় পুত্রকে দাও সিরাতুল মুস্তাকিম।

মা,

পুত্রের হাতখানা বুকে নিয়ে চুমি

প্রার্থনা মাগিলেন,

হানাদার মুক্ত করে দাও এ পবিত্র ভুমি।

লাখো সন্তানের আত্মাহুতি, হাজারো মায়ের কুরবানি,

রক্তাক্ত ‘৭১ পেরিয়ে

অবশেষে পেলাম তোমায়, হে স্বাধীনতা।

আবারও প্রিয় এ মাতৃভূমির স্বচ্ছ নীলাকাশে,

অসংখ্য মীরজাফর, ঘসেটি বেগম, উমিচাঁদ, রায়দুর্লভ,

জগতশেঠদের বিষাক্ত নিঃশ্বাস।

ধংস হোক

মীরজাফরের কুৎসিত দুটি হাত

ধংস হোক

ঘসেটি বেগম, জগতশেঠের ষড়যন্ত্রের প্রাসাদ।

নতুনের আগমনে এ মোর মুনাজাত।

বিষয়: সাহিত্য

১২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File