৫ই মে
লিখেছেন লিখেছেন বাংলাদেশ টাইমস্ ০৫ মে, ২০১৪, ০৬:২৪:২৫ সন্ধ্যা
আজ ৫ই মে। যারা আলেমদের হত্যা করেছে তাদের বিচারের ভার আল্লাহর কাছে ছেড়ে দিলাম, যেহেতু তাদের বিরুদ্ধে প্রতিরোধের ক্ষমতা আমার নেই। সেই শহীদগণের জন্য দোয়া করার সাহস এই অধমের হচ্ছে না, কারণ তারাতো জান্নাতী হয়ে গেছে। আর এই অধমেরতো জান্নাতের নিশ্চয়তা নাই। তারপরও দোয়া করতে যেহেতু ছোট-বড় লাগেনা সেহেতু একটু সাহস নিয়ে দোয় করছি, হে আল্লাহ তুমি শহীদের জন্য জান্নাত নিশ্চিত করেছ, তুমি তাদের সেই জান্নাত দান কর। তোমার দেয়া হক্বের পথে চলে আমাদেরও জান্নাতী হওয়ার তওফীক দান কর। আমীন।
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান।
আল্লাহ সকল শহীদকে কবুল করুন। .. আমিন
মন্তব্য করতে লগইন করুন