নতুন বছর নতুন আশা, হৃদ্যতা আর ভালোবাসা!
লিখেছেন লিখেছেন এস আর চৌধুরী ১৩ এপ্রিল, ২০১৩, ১১:২৪:৫৬ রাত
আইলো রে ভাই নতুন বছর
হাজার নতুন কল্পনা,
সুখের লাগি জীবন বাজি
নিছক কোন গল্প না।
অতীত গ্লানি দুঃখ ব্যাথা
ভুলবো সবই একখানে,
বাঁচার লড়াই করবো সবাই
দ্বন্দ বড়াই নেই মানে।
দূর্নীতি আর দুঃশাসনের
নিষ্পেষনের কড়াল গ্রাস,
ভাংতে হবে ঘৃন্য দেয়াল
কালোহাতের সকল ত্রাস ।
আসুন না ভাই সবাই মিলে
গাইবো এবার নতুন গান,
দেশ মাতাকে বাসবো ভালো
একতারাতে নতুন তান।
করবো শপথ দেশের লাগি
সমৃদ্ধি আর শান্তির,
সকল দলের হৃদ্যতা চাই
সমাপ্তি চাই ভ্রান্তির।
বিষয়: বিবিধ
১৪১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন