ক্লিয়ার কাট কথা
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ১৩ এপ্রিল, ২০১৩, ১১:১৭:৩৩ রাত
একটি সুপরিচিত গল্প।
সাপ ও ব্যাঙের মাঝে গলায় গলায় মিল। একদিন ব্যাঙ সাপকে বলছে দোস্ত তোমার সবই ভাল লাগে কিন্তু তোমার ঐ আকাবাকা চলন আমাকে ভাল লাগেনা। তুমি সোজা হইতে পারনা? তাই শুনে সাপ গেল ক্ষেপে। আত্রমণ করে বসল ব্যাঙকে। উপায়ান্তর না দেখে পাশের একটা ডোবায় ঝাঁপ দিল ব্যাঙ।
তার কিছুদিন পরের কথা। রাস্তায় গান গাইতে গাইতে হেঁটে চলেছে ব্যাঙ। হঠাত্ এক জায়গায় দেখে সাপ সোজা হয়ে শুয়ে আছে। কাছে গিয়ে দেখে কে বা কারা তাকে হত্যা করেছে। ব্যাঙের মুখ দিয়ে উচ্চারিত হল - দোস্ত তুমি সোজা হইলা, তবে মরার পর হইলা।
যা বলছিলাম। অনেক ব্যখ্যা হয়েছে। আর নয়। এখন থেকে যেই বলবে হেফাজতে ইসলামের দাবী মধ্যযুগীয়, মানি না, তাকেই বলব 'তুই কাফের'। নিজের খেয়ে বনের আBAL তাড়ানো আসুন বন্ধ করি। এখন থেকে কোন কথা নয়। শুধুই উচ্চারিত হবে তুই কাফের তুই কাফের। সাপের বাঁকা চলন সোজা হইলেও হইতে পারে। কিন্তু বাইচা থাকতে এরা সোজা হবেনা। আর মরার পর এদেরকে সোজা বানানোর জন্য তো শাহবাগের গোলাকার জানাজা আছেই।
বিষয়: রাজনীতি
১২৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন