‘মা দিবসের’ মা।

লিখেছেন লিখেছেন এস আর চৌধুরী ১২ মে, ২০১৩, ১১:৩৬:২২ সকাল



যে সময়ে মায়ের বয়স ছিলো পাঁচের ঘরে,

পুতুল নিয়ে খেলতো খেলা রাখতো বুকে ধরে।

কল্পনাতে পুত্‌ পুতুলি হতো ছেলের মতো,

সেকাল থেকেই স্বপ্ন আশা ভালোবাসা যতো।

*

বয়স যখন ছিলো তাঁহার দশ বছরের নিচে,

আঁকতো ছবি হৃদয় দিয়ে চুমু মিছে মিছে।

রঙ তুলিতে ফুটতো উঠে মেয়ের গায়ের রং,

কল্পলোকে ভাবতো তাকে দেখতো সবে ঢং।

*

ষোলো যখন হাবু ডুবু বুঝতো জীবন খেলা,

নিজের মাঝে খুঁজতো ফিরে সন্তানেরই মেলা।

মা হবার সাধটা তাঁহার মূর্ত হতো সেথা,

সাগরসম ভালোবাসা জমতো আদর হেতা।

*

কল্পজগৎ শেষে যেদিন সত্যি হলো ভাবা,

কি যে তাহার অনুভূতি জীবন জুড়ে আভা।

দিন দুনিয়া তুচ্ছ করি কষ্ট ব্যাথা সাথে,

ভুললো সবই সদ্য শিশু পড়লো যবে হাতে।

*

বিশ্ব এলো মায়ের কোলে চাঁদ সূর্যে ঠাসা,

শিশুর লাগি জীবন মরন সকল কাঁদা হাসা।

মায়ের আদর ভালোবাসা কমতি নাহি হয়,

শিশু বুড়ো অন্ধ খুড়ো বয়স যতই হয়।

*

তাইতো মায়ের অগ্রাধিকার ধরি সকল কাজে,

জীবন জুড়ে পুরো বছর সকাল কিংবা সাঁজে।

ব্যাস্ত যতো জীবন ঘিরে কষ্ট যতই ভাই,

মায়ের দোয়া হৃদয় ভরা স্নিগ্ধ আঁচল ঠাঁই।

*

‘মা দিবস’ টি প্রতীক ভাবো অন্য কিছু না,

থাকবে না তো সীমা মোদের ‘মা দিবসের’ মা।

---*---

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File