সাভারের মৃত্যুপূরী ! কালে হারিয়ে যাবে সব অনুভূতি, তদন্ত প্রতিবেদন !
লিখেছেন লিখেছেন এস আর চৌধুরী ২৫ এপ্রিল, ২০১৩, ০১:০৩:২০ দুপুর
সাভারের মৃত্যুপূরী !
যেখানে হাজারো মানুষের মর্মস্পর্শী আর্তনাদ,
হৃদয় ভাঙ্গা মৃর্ত্যুমিছিল,
করুণ স্লোগান।
দিশাহীন ছুটাছুটি, কাঁধে প্রিয়জনের ছিন্ন লাশ,
কিংবা দুমরে মুছরে যাওয়া নিথর দেহ,
হৃদয়ে রক্তক্ষরণ।
*
এতো হাহাকার, শত চিৎকার, করুণ আকুতি,
ছিন্নভিন্ন দেহের ছড়াছড়ি,
রক্তের বন্যা।
তবুও কি হবে আমাদের কোন শুভবুদ্ধি,
টনক কি নড়বে কারো,
তাদের জন্য।
*
দেখবেন হবে তদন্ত কমিটি থানায় মামলা,
রিলিফ ফান্ড আর টকশো হবে,
হবে আলোচনা।
কালে হারিয়ে যাবে সব অনুভূতি, তদন্ত প্রতিবেদন
হয়তো হবে না কিছুই, থামবে না কোনদিন
মৃত্যু রচনা।
বিষয়: বিবিধ
১৮১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন