সংলাপ হবে, সংলাপ!

লিখেছেন লিখেছেন এস আর চৌধুরী ২৬ অক্টোবর, ২০১৩, ০৯:৫৫:১৬ রাত



*

ফোন করেছেন প্রধান মন্ত্রী

বিরোধী নেতার তরে,

আসুন না ভাই বসি মোরা

হাতটি হাতে ধরে।

*

বিরোধী নেতা সায় দিয়েছেন

বসতে তিনি রাজি,

নির্দলীয় নীতি বিষয়ে

মত চেয়েছেন আজি।

*

মরা গাছে ফুল ফুটেছে

মরুর বুকে জল,

লক্ষ প্রাণে আশা জেগেছে

কোটি মনে বল।

*

ব্যাক্তি স্বার্থ তুচ্ছ করি

দেশকে ভালোবাসি,

হাজার বাধা মিলিয়ে যাবে

ফুটবে মুখে হাসি।

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File