কোন পথে হাঁটছে রাজনীতি
লিখেছেন লিখেছেন শাহ নেওয়াজ ফাহাদ ২৬ অক্টোবর, ২০১৩, ০৯:৫৮:১২ রাত
কোথায় হাঁটছে রাজনীতি । বিদেশি বেনিয়ারা কি ঘিরে দরছে আমাদের ???
আজ শুনলাম ভারত নাকি তারেক জিয়া কে নিয়ে চিন্তিত । কারন কি ? কারন তারেক নাকি এন এস আই এর সাথে যোগাযোগ রাখছে । তাহলে ভারত কি দরেই নিয়েছে বি এন পি ক্ষমতায় আসলে ভারত লোকসান এর মুখে পরবে ?? আওয়ামেলীগ কী ভারত কে কোন বাড়তি সুবিধা দিয়েছে ? আর এই মুহূর্তে ডেন মজিনা ভারত কেনো গেলো । মানে ভারত চায় না জামাত-বি এন পি ক্ষমতায় আসুক । কিন্তু পরা শক্তি আমেরিকা চায় ইউনুস এর মত । আর বি এন পি কেও হয়তো ক্ষমতায় যেতে কিছু শর্ত পুরন করতে হবে । যেমন কয়লা বিদ্যুৎ চালু, গ্যাস রপ্তানি, বন্দর ব্যাবহার ইত্যাদি সুবিধা যা ভারত আগে পেতো , বর্তমান এ যা পাচ্ছে । ক্ষমতায় যাওয়ার জন্য বি এন পি কে টিকফা চুক্তি ও করতে হতে পারে । টিকফা চুক্তি কি ? আমেরিকা পৃথিবীর সকল দেশ এর রাজনীতি , অর্থনীতি, সমর কৌশল নিয়ন্ত্রন করতে চায়। তার একটি অংশ । এর মাধ্যমে সেনা বাহিনী, কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রন করা হবে । সামরিক বাহিনীতে সামান্য ওয়াপন কিনতে গেলও তাদের অনুমতি নিতে হবে, কে সেনা প্রধান হবে তাও তারা ঠিক করে দিবে । এই হল গোলামী চুক্তি ।
বি এন পি কি করবে ?? ক্ষমতায় যাওয়ার জন্য হয়তো মেনে নেবে সকল শর্ত । ক্ষমতার জন্য দেশ বিক্রির এই প্রতিযোগিতা কবে শেষ হবে ?? কবে আসবে সেই নেতা যে নির্লোভ , দেশপ্রেমী । এগিয়ে আসতে হবে আপনাকে , আমাকে । বলুন তাদের যে আপনি দেশ বিক্রি চান না। প্রতিবাদ জানান এখন থেকে ফেসবুক ,টুইটার সবখান এ .................. অপেক্ষায় আছি সেই প্রভাত এর
বিষয়: রাজনীতি
১৭৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন