ঝড়ে কলা গাছ ভাঙে, ফকিরের কেরামতি বাড়ে
লিখেছেন লিখেছেন মুক্তআকাশ ২৬ অক্টোবর, ২০১৩, ১০:১০:১৭ রাত
সারা দেশে বিরোধী দলের ডাকা হরতাল সফল করার জন্য নেতাকর্মী ও দলীয় ক্যাডাররা মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে সরকার পিকেটারদের দমন করতে আইন শৃংখলা বাহীনিকে নামিয়ে দিয়েছে। সারা দেশ থেকে সরকারের জ্ঞাতি গোষ্টি সকল পুলিশ মামাদের ঢাকায় এনেছে।
তারা সব সময় রাজধানীর অলি গলিতে ঢো মেরে বেড়াচ্ছে। এমন সময় পিকেটার রা একটা ককটেল ফুটানোর কোন মনের মত জায়গা খুজে পাচ্ছে না । ককটেল নিয়ে ঘুরতে ঘুরতে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই ফাটাচ্ছে। এতে কারো বাসার সামনে বা কারো অফিসের সামনে হতেই পারে । কিন্তু দেশের সকল মিডিয়া খুবই উত্তেজনা সহকারে নিউজ করছে - আইনমন্ত্রীর বাসার সামনে ককটেল বিষ্ফোরন, সিইসির বাড়ীর সামনে বোমা বিস্ফোরিত, ইত্যাদি ই্ত্যাদি।
আসলে বিষয় হল ঝড়ে কলাগাছ ভাঙে আর ফকিরের কেরামতি বাড়ে..।হা হা হা ....
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন