নিজের অজান্তেই জঙ্গিদের প্রচারণা চালাচ্ছি
লিখেছেন লিখেছেন মুক্তআকাশ ১৭ জুলাই, ২০১৬, ০৯:২৬:১২ রাত
অনেক সময় বিড়ালের অনেক গুলো পা, গাছে আল্লাহু লেখা, সেজদারত গাঝসহ বিভিন্ন ছবি দেখা যায় ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন ছবি দেখে আমরা শেয়ার করি সোয়াবের আশায়। আপনজনদের মধ্যে কেউ লাইক, শেয়ার ও কমেন্টে আমিন না লিখলে রাগও করি। কিন্তু জানিনা এই একটি ছবি শেয়ারের মাধ্যমে আমরা জঙ্গিদের অনেক গুরুত্বপূর্ণ মেসেজ পৌছে দিচ্ছি। একটি সফটওয়ার ব্যবহার করে ছবির পেছন পাশে লিখে দেয়া হয় মেসেজ। যে লেথা শুধু ওই সফটওয়ার ব্যবহার করলেই পড়া যায়। সবাই সেটা দেখতে পারেনা। মোবাইলে, ফেসবুক মেসেজ বা অন্যান্য মাধ্যমে যোগাযোগ করলে ট্রাক করবে বলে জঙ্গিরা এই পক্রিয়ার আশ্রয় নিয়ে থাকে। ছবিতে লাইক শেয়ারের মাধ্যমে তাদের বিদেশী গ্রুপের কাছে এক সময় পৌছে যায় মেসেজটি। মনে হয় এই ধরণের সব ছবি শেয়ার বন্ধ করা উচিত আমাদের
বিষয়: বিবিধ
১৪৪২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন