৪ জন নিহতের গুজব; অ্যাম্বুলেন্সটি কেন বার বার আ’লীগ অফিসে যাচ্ছিল?

লিখেছেন লিখেছেন মুক্তআকাশ ০৫ আগস্ট, ২০১৮, ০৬:৫৭:৫১ সন্ধ্যা



গতকাল ধানমন্ডির ঝিগাতলা এলাকায় ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ৪ জন নিহত হয়েছে বলে গুজব ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ হয়েছে। যেগুলো দেখে মৃতের মতোই মনে হচ্ছে। কিন্তু তারা ৪ জন যে আসলেই মারা গেছে তার কোন প্রমাণ পাওয়া যাচ্ছেন। তবে গতকালের ঘটনায় কয়েকটি প্রশ্ন তৈরী হয়েছে।

১। নিহত হয়েছে বলে যে নিথর দেহ পড়ে থাকার ছবি দেখা যাচ্ছে, সে বেচে থাকলে তার আহত থাকা ছবি কেন পাওয়া যাচ্ছে না।

২। সংঘর্ষের সময় আওয়ামী লীগের এমন কোন আহত ব্যাক্তি ছিলনা যাকে হাসপাতালে নেয়া লাগবে। অথচ বার বার একটা অ্যাম্বুলেন্স আওয়ামী লীগ পার্টি অফিসে যাচ্ছিল। কিছুক্ষণ পর পর এসে কয়েকজনকে নিয়ে যাচ্ছিল।

৩। এই অ্যাম্বুলেন্সে কে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল?

৪। যদি কেউ মারা গিয়ে থাকে তাহলে তার পরিবার কেন দাবি করছে না যে, আমার ছেলেকে পাচ্ছিনা?

৫। আবার শোনা যাচ্ছে- চারজন ছাত্র ঠিকই মিসিং। তাদের পরিবারকে ভয়ভীতি দেখানোয় তারা মুখ খুলছে না। নিজের ছেলে মারা গেলে মা-বাবা মুখ না খুলে বসে থাকে কিভাবে?


বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385747
১০ আগস্ট ২০১৮ সন্ধ্যা ০৭:৩৯
হতভাগা লিখেছেন : এরকম গুজব হেফাজতের সময়েও ছড়ানো হয়েছিল
385758
১১ আগস্ট ২০১৮ রাত ১১:০৬
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো /

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File