রেডিও টুডের ফেসবুক হ্যাক করেছে রেডিও ধ্বনি
লিখেছেন লিখেছেন মুক্তআকাশ ১৪ মে, ২০১৫, ০১:১২:৪৩ রাত
রেডিও টুডের ফেসবুক ফ্যান পেজ হ্যাক হয়েছে। গত সপ্তাহ থেকে টুডে কর্তৃপক্ষ তাদের ফ্যান পেজে প্রবেশ করতে পারছে না।
ধারণা করা হচ্ছে সদ্য পরীক্ষা মূলক সম্প্রচারে আসা ত্রাণমন্ত্রীর ছেলের বেসরকারি রেডিও স্টেশন রেডিও ধ্বনি রেডিও টুডের ফ্যান পেজ হ্যাক করে নিজেদের নামে তৈরী করে নিয়েছে।
কারণ ধ্বনির ফ্যান পেজে এমন অনেক লোকের লাইক দেখা যাচ্ছে যাদের সঙ্গে যোগাযোগ করলে জানিয়েছে তারা রেডিও ধ্বনি নামটা এই প্রথম শুনছে। লাইক দিতে হলে তো আগে চিনতে হবে।
এছাড়া, তাদের ফ্যান পেজে লাইকের সংখ্যা ১২ লাখ ছড়িয়ে গেছে। এত দ্রুত ১২ লাখ লাইক, যা অকল্পনীয়। এমনকি ধ্বনির পেজটিতে ভেরিফিকেশন টিক চিহ্ন দেখা যাচ্ছে। সেটাও সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে।
কারণ ভেরিফিকেশন হওয়ার নিয়ম হলো- আগে অ্যাকাউন্ট থেকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে। পরে কর্তৃপক্ষ বেশ কিছুদিন অবজারভেশনে রাখার পর ভেরিফিকেশন সাইন দিবে।
আশঙ্কার আরো কারণ হলো- রেডিও টুডে থেকে কিছু আইটির কৌসুলীদের সেলারি বেশী দিয়ে এনে ধ্বনিতে নিয়োগ দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তারাই এই কাজ করেছে। কারণ এই পেজের ইমেইল এবং পাসওয়ার্ড তারা জানতো।
এছাড়া ধ্বনিতে হেড অব প্রগ্রাম রেদওয়ান শান্ত রেডিও টুডে তেকে এসেছে। সিএনই রেডিও টুডের পিএম বিট এখনো করে। শিগগিরই ছেড়ে ধ্বনির সিএনই হবে।
উল্লেখ্য, সদ্য পরীক্ষামূলক সম্প্রচারে আশা এই স্টেশনের মালিক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে রাশেদুল হাসান চৌধুরীর।
বিষয়: বিবিধ
২০২০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর এই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলতে ইমেইল ও পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলা হয়েছে। যাতে টুডে আর ঢুকতে পারছে না।
টুডে থেকে আসা কয়েকজন আইটি ম্যান ধ্বনিতে জয়েন করেছে। ধারণা করা হচ্ছে তারাই এই কাজ করেছে। কারণ টুডের ওই পেজের পাসওয়ার্ড ও মেইল তারাই জানতো। আর কারো জানার কথা ছিল না।
মন্তব্য করতে লগইন করুন