সুখের ঠিকানা

লিখেছেন লিখেছেন আবদুল্লা আল মামুন ১৪ মে, ২০১৫, ১২:২২:৫৪ রাত

মানুষ তার মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ এবং নিকৃষ্ট, (সূরাঃআত-তীন)।

মানুষ তার চরিত্রের মাধ্যমে উত্তম ও আধম হয়ে থাকে। আল্লাহ মানুষকে সকল জীবের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্যসব জীবকে মানুষের উপকারী এবং তার থেকে শিক্ষা গ্রহন করার জন্য সৃষ্টি করেছেন। তবে আল্লাহর অন্য ইচ্ছা ও থাকতেও পারে(আমি কোন কিছুই খেলার ছলে সৃষ্টি করিনি)।

আল্লাহ মানুষকে সর্বোত্তম মর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন তার গোলামী করার জন্য। কিন্তু আমরা আল্লাহর আনুগত্য বাদ দিয়ে পৃথিবীতে আশান্তি সৃষ্টি করে সাদাকে কালো আর কালোকে সাদা করছি। আমরা মত তৈরি করছি এবং আমাদের মতের বিরোধিতা করলে তাদের হত্যা করছি। নিজেরা নিজেদের মত চলছি। হালাল-হারামের তোয়াক্কা করিনা। আল্লাহর আইন সম্পর্কে বলছি, তথাকথিত আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করা যায় না (সৈয়দ আশরাফ, সূত্রঃ নয়া দিগন্ত)। যেমন খুশি আয়াতকে হাদিস এবং হাদিসকে আয়াত বানাচ্ছি। আমরা কখনো বলছি, তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম আমার, বোখারি শরিফের হাদিস(শেখ হাসিনা, সূত্রঃ সংসদ টিভি)। আল্লাহর আইনকে আমরা আমাদের মত করে ব্যাবহার করছি। সর্বক্ষেত্র আল্লাহর আইন অমান্য করছি। সর্বোপরি আমারা একটা জাহেলি সমাজে বাস করছি। আইয়ামে জাহেলিয়াতে যে সমস্ত কাজ হত জোর-জবরদস্তি করে এখন তা হয় লাইসেন্স করে।

এতসব জাহেলিয়াতের মাঝে চলতে গিয়ে যেন কোন প্রকার জাহেলিয়াত আমাদের মধ্যে প্রবেশ না করে। সে জন্য আল্লাহর করুনা কামনা করছি। আল্লাহ আমাদের বাইন মাছ থেকে শিক্ষা গ্রহন করার তাওফিক দান করুন।

সাথে থাকুন......

চলবে .........

বিষয়: বিবিধ

১১৭১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319920
১৪ মে ২০১৫ রাত ০২:০৬
আফরা লিখেছেন : এতসব জাহেলিয়াতের মাঝে চলতে গিয়ে যেন কোন প্রকার জাহেলিয়াত আমাদের মধ্যে প্রবেশ না করে। সে জন্য আল্লাহর করুনা কামনা করছি। আল্লাহ আমাদের বাইন মাছ থেকে শিক্ষা গ্রহন করার তাওফিক দান করুন। আমীন ।

ভাল লিখেছেন অনেক ধন্যবাদ ভাইয়া ।

সাথে থাকব । ইনশা আল্লাহ !
১৪ মে ২০১৫ রাত ০২:২৪
260989
আবদুল্লা আল মামুন লিখেছেন : ধন্যবাদ!সাথে থাকার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File