প্লিজ বন্ধুরা! প্লিজ!!! আমার ফেইসবুক আইডিটা বাঁচান!!!

লিখেছেন লিখেছেন গেঁও বাংলাদেশী ১৪ মে, ২০১৫, ১২:১০:১১ রাত

প্রিয় বান্ধুরা,

আমি বিগত প্রায় ২ বৎসর যাবত টুডে ব্লগে ব্লগিং করে যাচ্ছি। আমি ৫০টির উপরে ব্লগ পোস্ট করেছি। এই নামে আমার একটি ফেইস আইডি ও রয়েছে। আজকে হঠাৎ লক্ষ করলাম আমার গেঁও বাংলাদেশী নামকে কিছুটা বিকৃত করে কে বা কারা গেঁয়ো বাংলাদেশী (আমার নাম বিকৃত বরে খোলা ভুয়া ফেবু আইডি) নাম দিয়ে ফেবুতে নতুন আইডি খুলেছে।

যেহেতেু আমি অনেক দিন ধরে গেঁও বাংলাদেশী নিক নিয়ে ব্লগিং করে যাচ্ছি সেহেতু আমার নামে ভূয়া, দুই নম্বর ফেবু আইডি থাকলে তার কোন অযাচিত কোন পোস্টের কারনে আমার ব্লগার ভাইদের মাঝে ভুল ধারণা সৃষ্টি হতে পারে।

তাই আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই আইডির বিরুদ্ধে রিপোর্ট করার জন্য।

আপনাদের সহযোগিতা চাই ব্লগার ভাইরা, প্লিজ প্লিজ প্লিজ।

আমার নাম ‍বিকৃত করে খোলা ভূয়া ফেবু আইডি

আমার অরিজিনাল ফেবু আইডি।

টুডে ব্লগে আমার আইডি

বিষয়: বিবিধ

১১১১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319906
১৪ মে ২০১৫ রাত ১২:৫৯
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি আগে ঐ আইডির সাথে ইনবক্সে কথা বলুন। হয়তো তিনি নিজেই নাম পরিবর্তন করে নিতে পারে।
319916
১৪ মে ২০১৫ রাত ০১:৫৯
আফরা লিখেছেন : বানানে তো ভিন্নতা আছেই সমস্যা কি !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File