ভারত বিরোধী স্বেচ্ছাসেবী গোয়েন্দা সংস্থা ফ্রি বাংলা টিম । আমন্ত্রন জানাচ্ছে আপনাকেও , যোগ দিতে পারেন । তবে অবশ্যই কিছু কাজ করতে হবে ।
লিখেছেন লিখেছেন শাহ নেওয়াজ ফাহাদ ০২ ডিসেম্বর, ২০১৩, ০১:২১:১৩ দুপুর
দেশের গোয়েন্দারা সংস্থা যখন বিশ্বাস , ভরশা জলাঞ্জলি দেয় । তখন দেশের জনতা এই কাজ করতে এগিয়ে আশে । ইতিমধ্যে এ গোয়েন্দা সংস্থা সফলতাও পেয়েছে ,
১৩ তারিখ নামছে সেনাবাহিনী । এ ব্যাপারে আগে কিছু কথা শুনা গেলেও এবার নিশ্চিত করেছে ফ্রী বাংলা টিম , গত ১২ দিন টানা পরিশ্রম করে সেনা কর্মকর্তাদের নজরদারির মাধ্যমে এই তথ্য জানা যায় । তবে আইএসপিআর এ ব্যাপারে নিরবতা পালন করছে । আর ফ্রি বাংলা টিম স্বেচ্ছায় তথ্য সংগ্রহকারী গোয়েন্দা সংস্থা । কেউ এর সদস্য হতে চাইলে আপনারা জানাতে পারেন । ধন্যবাদ । আশা করি সবাই সাড়া দিবেন । আপাতত এর সাচিবিক কাজ আমি এ সম্পন্ন করছি , আপনারা কেউ ইচ্ছুক হলে আপনার ফোন নাম্বার দিন এবং আপনার জেলা, বয়স এবং শিক্ষা গত যোগ্যতা লিখে ইনবক্স করুন এই ফেসবুক আই ডি তে -----https://www.facebook.com/shahnewaz.fahad
বিষয়: বিবিধ
১৫৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন