দুই খন্ড সাদা বরফ

লিখেছেন লিখেছেন এস আর চৌধুরী ০৩ মে, ২০১৩, ১১:৪১:১২ সকাল



দুই খন্ড সাদা বরফ গলতে দেখেছি,

হৃদয় ভাষার মত-বিনিময় হতে দেখেছি।

দুই নেত্রীর শুভ বোধে হৃদয় নেচেছে,

কোটি জনতা নতুন করে আবার হেসেছে।

*

হয় যদি ভাই সত্যি এটা এই দেশেরই পরে,

আকাশ-বাতাস গাইবে যে গান, আপন হৃদয় ভরে।

আমজনতা হাসবে সবে ভাসবে আনন্দে,

নতুন নতুন স্বপ্ন বুনে নাচবে সানন্দে।

*

নিজ স্বার্থ বিলিয়ে দিয়ে দেশের কথা আগে,

দেশের জন্য ভালোবাসায় হদয় যেন জাগে।

তোমরা যদি ভাবো আগে দেশের কথা ভাই,

অগ্রগতি রুখবে মোদের কোন শক্তি নাই।

*

তাইতো শপথ একযে হবো একটি বিষয় তরে,

মার্তৃভূমির স্বার্থ সাধন শান্তি সবার ঘরে।

শত্রুযারা মুখ লুকিয়ে জাল বুনছে দূরে,

ছাই মুখে সে দূর হয়ে যাক, গহীন আস্তাকুঁড়ে।

বিষয়: বিবিধ

২১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File