এমন একটি সকাল চাই

লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ১৩ এপ্রিল, ২০১৩, ১১:২৮:০৮ রাত

এমন

একটি

সকাল

চাই,

যে সকালের আকাশে থাকবে না

কোন কালো মেঘের ঘনঘটা,

যে সকালে ঘুম থেকে জাগলে কানে ভেসে আসবে

কুৎসিত শকুনী আর শকুনগুলোর চির প্রস্থানের সুসংবাদ।

আমি সেই সকালের অপেক্ষায় আছি,

যে সকালের আকাশ হবে হায়েনাদের থাবা মুক্ত সাদা আকাশ।

আমি সেই সকালের অপেক্ষায় আছি,

যে সকালে এ দেশের নির্যাতিত নীপিড়ীত মানুষের মুখে হাসি ফুটে উঠবে সকল গ্লানি ভুলে,

যে সকালে সন্তানহারা মায়েরা নিশ্বাস নিবে বুক ভরে চরম প্রশান্তিতে,

যে সকালে ভূলে যাবে পঙ্গুত্ববরনকারী হাজারো ভাই সারাজীবনের হাহাকার ।

আমি সেই সকালের অপেক্ষায় আছি ,

যে সকালে আপন ঘরে আপনজনের কাছে ফিরে আসবে অসংখ্য ঘর ছাড়া আল্লাহ বিশ্বাসীরা,

যে সকালে ছোট্ট শিশু আদর পাবে হারিয়ে যাওয়া সেই বাবার ।

আমি সেই সকাল চাই ,

যে সকালে উম্মুক্ত হবে আল্লাহ বিশ্বাসীদের সকল দরজা, যে সকালে মুক্তি পাবে জালিমের জুলুম হতে এ দেশের মজলুম জনতা।

আমি সেই সকালের অপেক্ষায় আছি,

যে সকালে এ দেশের হায়েনাগুলোর অট্রহাসি বন্ধ হবে চিরতরে, আমি সেই সকালের অপেক্ষায় আছি।

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File