আমি আমার গ্রাম

লিখেছেন লিখেছেন ইনোসেন্ট সবুজ ০১ এপ্রিল, ২০১৩, ১২:০৮:৫৫ দুপুর



মায়ের কোলে জন্ম আমার, সবুজ-শ্যমল গ্রাম

মা-বাবা আদর করে রাখছে “সবুজ” নাম

গ্রামের মাঝে ঘুরে ফিরে হয়েছি আমি বড়

খেলাধুলার মাঝে আমি মজা করেছি কত

ছোট্ট বেলায় দাবরিয়েছিলাম গ্রামের চারিদিক

খেলাধুলা-ঘুরাফেরা করেছি নিত্য-নৈমিত্তিক

গরমকালে চুরি করে খেয়েছি কত ফল

খেলার শেষে বিরের বেশে করতাম খালে গোসল

পড়ালেখার চাপ কম থাকাতে দুষ্টুমি করতাম বেশি

খালে-বিলে গোসল করে হইত সরদি-কাশি

বর্ষা কালে বৃষ্টির মাঝে খেলেছি অনেক ফুটবল

হালকা পানি ভেজা মাঠ করত পানি ছলছল

ভারি বর্ষণে হইত প্লাবন, করতাম সেখানে স্নান

মায়ের হাজার নিষেধাজ্ঞাতে দিতাম নাকো কান

শরৎকালে খালের ধারে আড্ডা জমত বেশ

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও আড্ডা হতনা শেষ

হালকা বাতাসের নরম ছোঁয়ায় দুলত কাঁশ ফুল

ভাবতাম আমি কত সুন্দর, আমার বাংলা মায়ের কোল

হেমন্তের সকালেতে গ্রাম যেন এক লজ্জাবতী নারী

কুয়াশার চাঁদরে থাকত ঢাকা, খেলতো লুকোচুরি

নতুন ফসল ঘরে তোলত গ্রামের কৃষকগুলী

নতুন ধানের নতুন চালে, খেতাম পিঠাপুলি

শীতের দিনে শীতের ভয়ে লেপ থাকত গায়

পড়ালেখাও করা হত খাট-পালং-বিছানায়

খেজুড় রসে ভাপা পিঠা, খেতে মজা ভারি

রাতের বেলায় পড়ালেখা, দিনে ছিল ঘুরাঘুরি

বসন্তের আগমনে গাছ-পালা পায় প্রান

মনের সুখে গাছে গাছে কোকিল গায়ত গান

শান্ত আকাশ সবুজ প্রকৃতি দেখতে লাগে বেশ

রুপের জননী বাংলাভুমি, রুপের তাহার নেইকো শেষ

ধন্য আমি ধন্য আমি, আমার জন্মভূমি বাংলাদেশ

বিষয়: সাহিত্য

১১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File