তবে শিবিরের হাতে লাঠি আমার যে কি ভাল লাগছে! আপনার লাগে না? -কেন, আপনিও তো আল্লাহর বন্ধু!
লিখেছেন লিখেছেন নাইস ০১ এপ্রিল, ২০১৩, ১১:৫৮:৩৩ সকাল
ফজরের আযানের আগেআগে আমাদের এলাকায় ঠান্ঠা মেজাজে বৃষ্টি হয়েছে। মানে ঝড় নাই তুফান নাই শিলা নাই, প্রায় ঘন্টা ব্যাপী ঝিরিঝিরি বৃষ্টিতে অনেক দিন পানি না পাওয়া মাটিরা আজ বড়ই তৃপ্ত। ঘুম থেকে উঠে নিজেকেও নিরব মনে হল।
* ভাবলাম, তাহলে রাজনৈতিক সমঝোতা হয়ে গেলো নাকি?
-এখন শুনলাম, আগামীকাল সকাল থেকে হরতালের সমর্থনে শিবিরের লাঠি মিছিল!
* ভাবলাম, সমঝোতা হলে তো অন্তত: শিবিরের হাতে লাঠি থাকতো না।
শিখনীয় বিষয়:
~~~~~~~~
+ আসলে এই সরকার শান্তিতে বিশ্বাষ করে না। নয় তো সকালের শান্ত পরিবেশের মত শান্ত থাকত।
+ কুরআনের আলোকে আলোকিত শিবিরের হাতে যখন লাঠি তখন দেশের পরিবেশ শান্ত বলা যাবে না।
-তবে শিবিরের হাতে লাঠি আমার যে কি ভাল লাগছে! আপনার লাগে না?
-কেন, আপনিও তো আল্লাহর বন্ধু! ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য, জালিমের হাত থেকে মানুষের মুক্তির জন্য তো লড়াই করার অর্ডারই দিয়ে দিয়েছেন? তবে আপনার ভাল লাগবে না কেনো?
বিষয়: রাজনীতি
১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন