লাভ শুধু পুলিশের

লিখেছেন লিখেছেন অক্টোপাশ ০১ এপ্রিল, ২০১৩, ১১:৪৯:৫১ সকাল



যত আন্দোলন তত মামলা। মামলা মানে গ্রেপ্তার।

যত গ্রেপ্তার তত টাকা। গ্রেপ্তার মানে রিমান্ড।

যত রিমান্ড তত টাকা। যত গন্ডোগোল তত টাকা।

শুধু টাকা আর টাকা।

সারাদেশে লক্ষ লক্ষ লোকের নামে মামলা। মামলা ছাড়াও পুলিশ যাকে সন্দেহ তাকে গ্রেপ্তার করে পরে মামলা দিচ্ছে।

এক কথায় পুলিশের ভালই দিন যাচ্ছে এ সরকারের আমলে।

পুলিশের টাকার হিসাব নিলেই পদ্মা সেতুর টাকার অভাব হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন পুলিশ আঙ্গুল চুষবে কিনা?

পুলিশের আঙ্গুল চুষার সময় আছে? পুলিশ তো পুরো ধান্ধার মধ্যে আছে এখন।

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File