হারানোর পর ফিরে দেখা

লিখেছেন লিখেছেন শুভ্র সাহা ১৯ মার্চ, ২০১৩, ১২:৫৯:৪৪ দুপুর

প্রেম ভালোবাসা সম্পর্কে কোনদিনই তেমন ভাল ধারনা ছিল না। তাই বোধহয় যখন সেটা কাছে এসেছিল চিনতে পারিনি। যখন বুঝতে পারলাম ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এত দেরি যে টাইম মেশিন দিয়েও সেই দেরি পোষানো যাবে না। তারপরও চেষ্টা করেছি।

বৃথা…

একটা জিনিস ঠিকই উপলব্ধি করতে পেরেছি সেটা হল এইসব অনুভূতি বোকাদের জন্য না। অনেক চেষ্টা করলাম কিন্তু চালাক আর হতে পারলাম না।

ব্যার্থতা…

আজও যখন সেই হারানো মানুষটার মুখোমুখি হয়ে পরি নিজেকে সামলাতে সত্যি বেগ পেতে হয়। চোখটা হয়তো তখনকার মত নিয়ন্ত্রনে থাকে কিন্তু রাত নামলেই সেটাও আর বাধা মানে না। হারিয়ে ফিরে দেখাটা আসলেই কষ্টের।

আফসোস…

বিষয়: বিবিধ

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File