আবার সেই সোনার বাংলাটা চাই
লিখেছেন লিখেছেন শুভ্র সাহা ০৬ এপ্রিল, ২০১৩, ০৭:৪৯:০৯ সন্ধ্যা
চেয়েছিলাম স্বাধীনতা
চাইনি বিদ্বেষ,
চেয়েছিলাম শান্তির বাংলা
চাইনি বিভক্ত এই দেশ।
নাকি হয়ে গেছে আজ
সেই শহীদদের রক্তের ঋন শেষ?
অনুভুতি? কারও একলার সেকি?
হতেও পারে এখনতো এটাই দেখি।
ধর্মের বুলি আর ধর্মের দোহাই
আরও কত কিছু আজ আমরা পোহাই,
এখন আমার শুধু একটাই দাবী
আমি আবার সেই সোনার বাংলাটা চাই।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন