নষ্টভ্রষ্টরা একটি দেশকে ভালবাসতে পারে না
লিখেছেন লিখেছেন রফিক আল জায়েদ ০৬ এপ্রিল, ২০১৩, ০৭:৫০:৪৪ সন্ধ্যা
শাহবাগি, দেওয়ানবাগি আর কুতুববাগিরা তিনস্তরে নিরাপত্তা বলয়ে থেকে খুব আস্ফালন করতে দেখা যায়। সরকার যদি এদের এই নিরাপত্তার ব্যবস্থা না করত তবে বাংলার মানুষ শাহবাগে গিয়ে দিনের আলোতে খোঁজে একটা পিঁপড়াও পাওয়া যেত না।
নিরাপত্তা বলয় থেকে বেরিয়ে এসে দেখা আমরাও পারি। পারবি নাতো ? তোদের পাকিস্তানিদের মুরগি সরবরাহকারী শাহরিয়ার সেলুনে পালিয়ে গেল কেন ?
তোদের সাংবাদিকের জন্য এত মায়া ?
মাগনা কভারেজ পেলে কে না এমন মায়া দেখায় !
সাগর রুনির হত্যার তো বিচার চাস না কারণ কি ? ওরা তো কভারেজ করতে আসবে না তাই ?
গণজাগরণের আজ তোদের দেখিয়ে দিল হেফাজতে ইসলাম। মিডিয়ার কভারেজ না থাকলে ফকিরের ভিক্ষা পেতি না। শাহবাগ এখন একটি নষ্ট ভ্রষ্টদের অভয়াঅরণ্য। প্রথম দিনের ১০০ জনের অবস্থানে যে আশার আলো ছিল, তা আজ শুধুই স্মৃতি। নষ্টভ্রষ্টরা দেশকে ভালবাসতে পারে না পারবেও না।
বিষয়: রাজনীতি
১৩১৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন