♣♣ রাসূল (স.) জীবন চরিত (৫৭০ ৬৩২ ঈসায়ী) ♣♣
লিখেছেন লিখেছেন রফিক আল জায়েদ ০৯ জানুয়ারি, ২০১৪, ০১:০৮:৪৯ দুপুর
♣জন্ম :
৫৭০ ঈসায়ী।
♣বংশ : মক্কার
বিখ্যাত কুরাইশ বংশ।
♣পিতা : আবদুল্লাহ।
♣মাতা : আমিনা (মৃত্যু
৫৭৬ ঈসায়ী)
♣পিতামহ : আবদুল
মুত্তালিব (মৃত্যু- ৫৭৮
ঈসায়ী)।
♣দুধ
মা হালিমা (রা.)
[প্রথম দুধ মা ছিলেন
আবু লাহাবের
বাদী বিবি সুয়াইবিয়া]
।
♣প্রতিষ্ঠিত
শান্তি সংঘ : হিলফুল
ফুযুল।
♣ধ্যানমগ্ন থাকতেন :
হেরা গুহায়।
♣সীনা সাক :
চারবার।
♣ওহী লাভ : ৪০ বছর
বয়সে; ৬১০ ঈসায়ী।
♣মিরাজে গমন : ৬২০
ঈসায়ী।
♣হজ পালন করেন : ১
বার; দশম হিজরীতে।
♣প্রথম বিবাহ : ২৫
বছর বয়সে।
♣প্রথম স্ত্রী হযরত
খাদিজা (রা.) [মৃত্যু
৬১৯ ঈসায়ী]
♣স্ত্রীর সংখ্যা : ১১
জন।
♣সর্বশেষ স্ত্রী :
হযরত মায়মুনা (রা.)
♣সন্তান-সন্ততি :
চার ছেলে-চার মেয়ে।
♣ব্যবহৃত উটনীর নাম :
কাসওয়া।
♣ঘোড়ার নাম :
নাহীফা।
♣খচ্চরের নাম : দুলদুল
ও তাইয়া।
♣মিরাজের বাহন :
বোরাক।
♣হিজরত করেন : ৬২২
ঈসায়ী।
♣হিজরতের সময়
যে গুহায় আশ্রয় নেন :
সাওর।
♣যুদ্ধে অংশগ্রহণ
করেন : ২৭ টি।
♣দান্দান মুবারক
শহীদ হয় : উহুদ যুদ্ধে।
♣যার
ইমামতিতে নামাজ
পড়েন : হযরত আবু বকর
(রা.) ।
♣ইন্তেকাল করেন :
হযরত আয়েশা (রা.) এর
ঘরে।
♣রাসূল (স.)-এর মৃত্যুর
ইঙ্গিত দেয়া হয়েছে :
সূরা নাসরে।
♣মৃত্যু : ৬৩২ ঈসায়ী।
♣কবর খননকারী :
হযরত তালহা (রা.)।
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন