** মৃত্যুবাণ **
লিখেছেন লিখেছেন শুভ্র সাহা ০৮ মে, ২০১৩, ০৮:৫০:০৩ সকাল
সমগ্র সত্তা জুড়ে আজ আন্দামান
অথবা মরিশাসের অগাধ জলরাশির মত নীল বর্ন।
জানিনা, আমার জন্য অপেক্ষা করছে
কততম মৃত্যু?
হয়্ত এটাই শেষবার,
কিন্তু প্রথম তো নয়।
অব্যক্ত যাতনায় তো মরছি প্রতিনিয়তই,
সবার ওষ্ঠাগ্রেই থাকে
man is mortal, মানুষ মাত্রই মরনশীল, হাঃ হাঃ
কিন্তু নির্দিষ্টতো করা নেই,
সর্বনিম্ন কতবার মৃত্যুতে শেষ হবে
দুঃসহ অন্ধকার জীবন।
যা বলছিলাম,
কততম মৃত্যু ছুটে আসছে?
হয়্ত শত সংখ্যা পুর্তি
কিংবা সহস্রও হতে পারে,
জন্মেরও তো নির্দিষ্ট সংখ্যা নেই,
জানি ধেয়ে আসবে প্রতিবাদ সমালোচনার ঝড়
আমার প্রশ্ন, জন্ম-মৃত্যু কি শুধুই দৈহিক???
বিষয়: বিবিধ
১৩৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন