¥¥ যেওনা ¥¥

লিখেছেন লিখেছেন শুভ্র সাহা ০১ মে, ২০১৩, ০৯:০৯:২৯ রাত

তুমি আমার কাছে আছ বলে,

আমার কাছে আছে চাঁদ,

আছে সূর্য, আছে আকাশ,

তুমি যেওনা, তুমি চলে গেলে

আমি হারাবো জোসনা, হারাবো রোদ,

হারাবো নীল।

তুমি আছ বলে আছে

পাখির কলতান, আছে ফুলের সুবাশ,

আছে প্রজাপতির ডানা,

তুমি যেওনা, তুমি চলে গেলে

আমি হারাবো সুর, হারাবো গন্ধ,

হারাবো রঙ।

তুমি আছ বলে আছে

আমার নিশ্বাস, আছে হৃদস্পন্দন,

আছে প্রান,

তুমি যেওনা, তুমি চলে গেলে

আমি হারাবো আমাকে, আবার আমাকে

এবং আবারও আমাকে…

বিষয়: বিবিধ

১৩৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File