¤¤ ছন্নছাড়া ¤¤

লিখেছেন লিখেছেন শুভ্র সাহা ১৬ এপ্রিল, ২০১৩, ০৮:৩৭:৪০ রাত

তুমি চাইলে পেতে পারো

আমার অবুঝ মন,

তুমি চাইলেই কাড়তে পারো

আমার সারাটিক্ষন।

তুমি চাইলেই আকাশ ভেসে যাবে

নীল রঙের বন্যায়,

তুমি বললেই থেমে যাবে

দুনিয়ার যত অন্যায়।

তোমার ঘোষনায় পাখিরা

করবে কলরব চারদিকে,

তুমি কাঁদলেই নীল আকাশটা

হয়ে যাবে ফিকে।

তোমায় পেতে সকলেই মানবে

তোমার সকল শর্ত,

তুমিহীনা কেউ খুজে পাবেনা

ভালবাসার কোনো অর্থ।

তুমি চাইলেই এই আকাশটাতে

মেঘ থাকবে না এক ফোটাও,

তোমার ইচ্ছাতেই স্লীম হয়ে যাবে

হস্তী সমান মোটাও।

তোমার হাসিতে ঝলমল করে

উঠবে সকল সন্ধাতারা,

তোমার ছোয়ায় বাচালও

হয়ে যাবে বাক্যহারা,

তাই আজ তুমি নেই দেখেই

আমি হয়ে আছি ছন্নছাড়া.…

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File