ভালো থেকো ত্বকি

লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ১৯ মার্চ, ২০১৩, ০১:১১:৪৮ দুপুর

কি আশ্চর্য!!!

আমরা ত্বকী হত্যার বিচার চাইছি গনজাগরণ মঞ্চ থেকে। কত বড় বড় কথা হল, নারায়নগঞ্জ হরতালও হল ত্বকী হত্যার বিচারের জন্য। আমরা ফেসবুকে আন্দোলন গড়ে তুলেছি গনজাগরণ মঞ্চ এর আহবানে জামায়াত-শিবিরের বিরুদ্ধে। কিন্তু একি????!!!

ত্বকী হত্যার সাথে শামিম উসমানকে সরাসরি দোষের পর আমরা কেমন নিশ্চুপ! কেন? কেন?? কেন???

বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলের নেতা এই খুন করেছেন বলে এটাও মুক্তিযুদ্ধের চেতনায় খুন?

আর কত নিচে নামলে আমরা একটা দলকে প্রশ্নবিদ্ধ করতে সাধারণ একটা ছেলেকে খুন করা আর শহীদ মিনার ভাঙবো?

ছিঃ ধিক্কার জানায়। যারা প্রথমে কত লাফাইছেন ত্বকীর বিচারের জন্য আর এখন ইদূরের গর্তে.…

এতোই ব্রেইন ওয়াশড করে নিলো আমাদের…

বিষয়: বিবিধ

১২৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File