নাস্তিক ইজ নাস্তিক
লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ০২ এপ্রিল, ২০১৩, ১০:২৯:১০ রাত
মাননীয় প্রধানমন্ত্রীকে গালি দিলে গ্রেফতার এবং জেল।
স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজাকার ডাকলে মামলা, হুমকি এবং নব্য রাজাকার উপাধী পাওয়া।
নাস্তিককে হত্যা করবে বললেই গ্রেফতার, রিমান্ড-জেল।
সেদিন এগুলো বাক-স্বাধীনতার বাহিরে ছিলো, সেদিন এগুলো অপরাধ ছিলো।
কিন্তু আমার নবীকে গালি দিলে গ্রেফতার করলেই বাক-স্বাধীনতা? ধিঃক্কার আপনাদের ধর্ম বিদ্বেষী বাক-স্বাধীনতার মিথ্যাবুলিকে। মানি না এমন বাক-স্বাধীনতা। দরকার নাই আমার এমন বাক-স্বাধীনতা।
কিন্তু আমার নবীকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে কিছুই হবে না!!!
আমরা বা আমি হয়ত নামাজ পড়তেছি না, ধর্মের বিধান আগের মত মানছি না, কিছুদিন হয়ত ধর্ম থেকে দূরে পড়ে গেছি শয়তানের প্ররোচনায়, কিন্তু আমার সামনে আমার নবীকে গালি দিয়ে পার পেয়ে যাবে কিভাবে? এখানে তো আওয়ামী লীগ-বিএনপি-জামাত না! এখানে একটাই ইস্যুঃ নাস্তিক।
এতোই ঈমাণ নষ্ট হয়নি বাংলাদেশের মুসলমানদের। যদি এমন ভেবে থাকে কেউ তাহলে অনেক বড় ভুল করবে।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন